প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে?
শিরোনামঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু হবে আগামী ৪ আগস্ট। তবে ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রাথমিক বিদ্যালয় খুলবে।
৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই নোটিশ প্রদান করে।
নোটিশে বলা হয়েছে, ঢাকার ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকার আওতায় যে সকল প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে সেগুলো বন্ধ থাকবে। এই বিদ্যালয়গুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।
উল্লেখ্য, দেশে এখন মোট ১২টি সিটি কর্পোরেশন রয়েছে। এগুলো হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন। এই ১২টি সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার এবং নরসিংদী পৌরসভার আওতাধীন এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টার গুলো আগামী ০৪/০৮/২০২৪ খ্রি: তারিখ রবিবার হতে সকল শ্রেণীর কার্যক্রম চালু থাকবে।
তবে সকল জেলার চলমান কারফিউম এবং সময়সীমা বিবেচনা করে শিখন ও সময় সময়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থায়ী ও বাস্তবতার আলোকে ততক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করবেন।