এইচএসসি স্থগিত পরীক্ষা হবে সিলেবাস ও মান বন্টন অনুযায়ী
প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্য সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পেয়েছো স্থগিত এইচএসসি পরীক্ষা সম্পর্কে। তাই আজকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সেখানে বলা হয়েছে যে এইচএসসি ও সমমান পরীক্ষা কোন সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে না। অনেক সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়ানো হয়েছে যে এইচএসসি স্থগিত বাকি পরীক্ষাগুলো রেজাল্ট দেওয়া হবে অটো পাশের মাধ্যমে। এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে।
ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইট থেকে জানানো হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলতেছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তাই সকল শিক্ষার্থীদেরকে বলা হয়েছে স্থগিত পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন। আপনারা ২০২৪ সালের সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক বই পড়ুন।
এইচএসসি ও সমমান পরীক্ষা খুব দ্রুতই নেয়া হবে এবং নতুন সময়সূচি শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তাই সকল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।