স্থগিত এইচএসসি পরিক্ষা বাতিল

হ্যালো পরীক্ষার্থীগণ ইতিমধ্যে এইচএসসি স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। সংবাদ মাধ্যমের জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তখন কুমার সরকার বাকি পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলো থেকে মূল্যায়ন করে ফলাফল আসবে।

গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে যাওয়ার পর নতুন সরকার গঠিত হয়েছে। এরপরে দফায় দফায় পরীক্ষার প্রস্তুতির ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু দিক বিবেচনা করার পরে পরিবেশ পরিস্থিতি এবং অনেক সময় ব্যয় হওয়ার জন্য স্থগিত পরীক্ষা বাতিল করার ঘোষণা দেন তপন কুমার সরকার।

শিক্ষার্থীরা জানান গত শিক্ষার্থীরা জানান গত পাঁচ মাস ধরে বন্যা কোটা সংস্কারসহ নানা কারণে পাঁচ মাস ধরে পরীক্ষার মধ্যেও আছেন এছাড়া কোটা সমন্বয়ে ও সরকার পতনের এক দফা আন্দোলনে অনেক পরীক্ষার্থী নিহত ও আহত হয়েছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বারবার পরীক্ষা পেছনের ফলে মানসিকতায় ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা তাই হাসপাতালে যারা ভর্তি আছে তাদের ছাড়া পরীক্ষায় বসতে চাচ্ছেন না তারা।

তাছাড়া এসএসসির ফলাফলের সঙ্গে সমন্বয় করে দ্রুত এইচএসসি ফলাফল প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। বিগত কিছুদিন ধরে আন্দোলন চলছে ছাত্র আন্দোলন। গত ১৬ জুলাই থেকে শুরু হয় সারা দেশ জুড়ে ছাত্র আন্দোলন কোটা সংস্কার এবং মেধার ভিত্তিতে চাকুরী। এরপরে পুলিশের হাতে শহীদ হলো আমাদের প্রাণপ্রিয় আবু সাঈদ ভাই তারপরে থেকেই সারাদেশ জুড়ে আন্দোলন শুরু হল দফায় দফায় আন্দোলন বাড়তে থাকলো এরপর সরকার পতন। নতুন করে আবার সরকার গঠন সরকারের বিধিমালা আইন কানুন গঠন এরপর শুরু হল এইচএসসি পরীক্ষা বাতিল ও যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার রেজাল্ট ভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ এর দাবি জানান ছাত্ররা।

মঙ্গলবার ২০ শে আগস্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসির বাকি বিষয়ের ফল প্রকাশের সিদ্ধান্ত আসবে।

Post Share Now

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *