প্রাথমিক বিদ্যালয় আবারও
আগামী কাল ৪ই আগস্ট প্রাথমিক বিদ্যালয় খোলার নির্দেশ ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের। আগামীকাল রোববার বাংলাদেশের ১২ সিটি কর্পোরেশন বাদে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর কথা থাকলেও এখন বাতিল করা হয়েছে।
আজ শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
কোটা সমাস করেন দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে যায়। যার পরিপ্রেক্ষিতে ১৭ই জুলাই থেকে সকল শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক সহ সকল বিদ্যালয় ও কলেজসহ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।
তখন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলেই ধীরে ধীরে সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
HSC New Routine PDF – এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ২০২৪
তবে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি জানাচ্ছে। যেহেতু বর্তমান ইন্টারনেট সচল রয়েছে সেহেতু অনলাইনে ক্লাস শুরু হওয়ার বিষয়টি বিবেচনা করবে শিক্ষাবোর্ড।
এই ছিল আপাতত আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী সকল আপডেট দ্রুত পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করে রাখুন।