ডিগ্রি ভর্তি ১ম মেধা তালিকা রেজাল্ট
ডিগ্রি ১ম মেধা তালিকা রেজাল্ট ২০২৪ – Degree Admission Result Check 2024
যে সকল শিক্ষার্থীরা ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন। তাদের ভর্তি রেজাল্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। ডিগ্রী ভর্তি রেজাল্ট ২০২৪ এর ভর্তির ১ম মেধা তালিকার রেজাল্ট দেখার নিয়ম রয়েছে ২টি। আপনি দুইটি মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখতে পারবেন। আপনি কলেজের চান্স পেয়েছেন কি না তা জানতে পারবেন মোবাইল দিয়ে।
ডিগ্রী ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
প্রথম নিয়ম হল এসএমএস এর মাধ্যমে ভর্তি রেজাল্ট চেক করা। আপনি বাটন বা স্মার্টফোন যেকোন টাই দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন এসএমএস এর মাধ্যমে। তার জন্য আপনাকে ফোনের এসএমএস এপসে গিয়ে এসএমএস করতে হবে।
এসএমএস করার পূর্বে অবশ্যই আপনার ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে। কোন প্রকার লোন এর টাকায় এসএমএস পাঠাতে পারবেন না। প্রতি এসএমএসে ২.৭৭ টাকা থেকে ৩ টাকা পর্যন্ত কাটতে পারে।
এসএমএস এর মাধ্যমে ভর্তি রেজাল্ট চেক
- প্রথমে আপনার ফোনের এসএমএস এপসে যাবেন। তারপর “Start SMS” বা “Send SMS” অপসনে ক্লিক করুন।
- এরপর নাম্বার ডায়াল লিখুন ” 16222 ” তারপর পরবর্তী মেসেজ অপসনে যান।
- মেসেজে লিখুন: nu< space >atdg< space >roll number তারপর Send করে দিন।
অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই এই মেসেজটি পাঠাবেন। তাহলে আপনি ডিগ্রিতে চান্স পেয়েছেন কিনা সে কি জানিয়ে দেবে রিপ্লাই মেসেজে। আপনি যদি রেজাল্ট পাবলিশ হওয়ার আগেই এই মেসেজটি ডায়াল করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে যাবে কিন্তু কোন ফলাফল দেবে না।
ওয়েবসাইটের মাধ্যমে ডিগ্রি ভর্তি রেজাল্ট দেখার নিয়ম
আপনার কাছে যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি ইন্টারনেটের মাধ্যমে ডিগ্রী ভর্তি রেজাল্ট চেক করতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের যেকোন ব্রাউজার ওপেন করতে হবে।
- তারপর সার্স করুন বা উপরের লিংকে ক্লিক করুন।
- তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এডমিশন পেজটি চলে আসবে। অথবা সার্স করলে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। তারপর Degree Pass অপসনে যান।
- Degree Pass পেজে নিচের দিকে দেখুন ‘ Dedree Pass Application login Click Here ‘ অপসনে ক্লিক করে পরবর্তী লগইন পেজে যান।
লগইন পেজে আপনি ডিগ্রি ভর্তি হওয়ার সময় অনলাইনে আবেদন করার পর একটি লগইন রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়েছিল সেটি দিয়ে লগইন করে ওয়েবসাইটের মূল পেজে যান।
যদি আপনি ডিগ্রি ভর্তি প্রথম মেধা তালিকায় চান্স পান তাহলে আপনাকে Congratulations দিবে। এবং নিচে আপনাকে Admission form দিবে সেখানি গিয়ে বিশ্ববিদ্যালয় নিশ্চায়ন করুন।
যদি আপনি ডিগ্রি ভর্তি প্রথম মেধা তালিকায় চান্স না পান তাহলে আপনাকে বলবে ‘ You are not in the marit list nu-authority. নিচের ছবি দেখুন।
তো বন্ধুরা কিভাবে আপনাদের ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকার রেজাল্ট কিভাবে চেক করবেন তা উপরের জানতে পারলে না। এখন আপনি যদি ডিগ্রী ভর্তি প্রথম মেধাতালিকায় চান্স না পান সে ক্ষেত্রে আপনি দ্বিতীয় মেধা তালিকায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নতুন করে আপনাকে আবেদন করতে হবে না শুধুমাত্র অনলাইনে দ্বিতীয় মেধা তালিকায় অ্যাপ্লাই করে দিবেন।
আপনার কোন রকম সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং দ্রুত আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়া গুলো ফলো করে রাখুন।