ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির আবেদন ২০২৫
প্রিয় শিক্ষার্থী আপনারা যারা ক্যাডেট কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে এখুনি প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। ২০২৫ সনের সপ্তম শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হবে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বর মাসের শুরুর দিকে এ বিষয়ে ক্যাডেট কলেজ কতৃপক্ষরা জানিয়েছে।
বাংলাদেশে মোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে এর মধ্যে রয়েছে ছেলেদের জন্য ৯টি ও মেয়েদের জন্য রয়েছে ৩টি।
কারিগরি শিক্ষা বোর্ড উপবৃত্তি ফরম পূরণ করার নিয়ম ২০২৪
এই ক্যাডেট কলেজ গুলোতে শুধুমাত্র আবেদন করলেই ভর্তি হওয়া যায় না। এখানে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে তার সাথে মৌখিক পরীক্ষাও থাকবে। তাই আপনি যদি ক্যাডেট কলেজগুলোতে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইজন্য এখন থেকেই আপনাকে পুরোপুরি প্রস্তুতি নিতে হবে।
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস
ক্যাডেট কলেজ গুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে ষষ্ঠ শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সিলেবাসের আলোকে পড়তে হবে।
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর
মোট নম্বর ৩০০। গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।
ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা
- ১. ছাত্র বা ছাত্রীকে বাংলাদেশের (জন্মসনদ) নাগরিক হতে হবে।
- ২. ছাত্র বা ছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ৩. ছাত্র বা ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।
- ৪. ছাত্র বা ছাত্রীর নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
- উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
- সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
ক্যাডেট কলেজে অনলাইন আবেদন করার নিয়ম
ক্যাডেট কলেজে অনলাইনে আবেদন করার সম্পূর্ণ নিয়ম তাদের ওয়েবসাইটে রয়েছে। আপনি নিচে দেওয়া লিংকে ক্লিক করে সকল নিয়ম-কানুন দেখে নিন।