এসএসসি বৃত্তি ফলাফল ২০২৪
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে ২০২৪ সালে কতজন শিক্ষার্থী মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পাবেন। যে সকল শিক্ষার্থীরা ২০২৪ সালে এসএসসি পাশ করেছেন এবং তারা বৃষ্টির জন্য আবেদন করেছেন শুধুমাত্র তাদের জন্য এই ফলাফলটি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।
২০২৪ সালের বৃত্তির জন্য অনেক শিক্ষার্থী আবেদন করেছেন তার মধ্য মোট ২৫,৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে মেধাবৃত্তির জন্য তিন হাজার শিক্ষার্থী এবং সাধারণ বৃত্তির জন্য ২২৫০০ জন শিক্ষার্থীদের প্রদান করা হবে।
এক নজরে দেখুনঃ
মেধাবৃত্তি শিক্ষার্থী কারা
যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জিপিএ ৫ পেয়েছে শুধুমাত্র তারাই মেধাবৃত্তির জন্য উপযুক্ত।
সাধারণ বৃত্তি শিক্ষার্থী কারা
যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এদেরকেই সাধারণ শিক্ষার্থী বলা হয়।
মেধাবৃত্তি কত টাকা দেওয়া হবে
যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন এবং তারা মেধাবৃত্তি উপযুক্ত হয়েছে। তাদেরকে মাসিক ৬০০ টাকা এবং এককালীন অনুদান বার্ষিক ৯০০ টাকা প্রদান করা হবে।
সাধারণ বৃত্তি কত টাকা দেয়া হবে
যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তারা ব্যক্তির জন্য আবেদন করছেন। এবং সে আবেদন থেকে উপযুক্ত সাধারণ বৃত্তির আওতায় রয়েছেন তাদেরকে মাসিক ৩৫০ টাকা এবং এককালীন অনুদান বার্ষিক ৪৫০ টাকা প্রদান করা হবে।
এসএসসি পরীক্ষা ২০২৪ মেধাবৃত্তির তালিকা
বোর্ড নাম | মেধাবৃত্তি সংখ্যা |
---|---|
ঢাকা | ৯০২ জন |
ময়মনসিংহ | ২৪২ জন |
রাজশাহী | ৫১৩ জন |
কুমিল্লা | ২২২ জন |
সিলেট | ১০০ জন |
বরিশাল | ১১২ জন |
যশোর | ৩৭৮ জন |
চট্রগ্রাম | ১৯৯ জন |
দিনাজপুর | ৩৩২ জন |
মোট সংখ্যা | ৩০০০ জন |
এসএসসি পরীক্ষা ২০২৪ সাধারণ বৃত্তির তালিকা
বোর্ড নাম | মেধাবৃত্তি সংখ্যা |
---|---|
ঢাকা | ৫৬৪০ জন |
ময়মনসিংহ | ১৭০৮ জন |
রাজশাহী | ৩০৭২ জন |
কুমিল্লা | ২৪১৪ জন |
সিলেট | ১২৩৬ জন |
বরিশাল | ১৩৯৫ জন |
যশোর | ২৫৩০ জন |
চট্রগ্রাম | ১৯৯০ জন |
দিনাজপুর | ২৫১৫ জন |
মোট সংখ্যা | ২২,৫০০ জন |
মেধাবৃত্তি কাদেরকে প্রদান করা হবে
অনেকেই একটা প্রশ্ন করবেন যে ভাই মেধাবৃত্তি যদি প্রদান করা হয় তাহলে তো বাংলাদেশে অনেক শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে তাদেরকে কি সবাইকে প্রদান করা হবে?
এ বিষয়ে শিক্ষা বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করেছেন যে নিয়মিত উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য মেধাবৃত্তি প্রদান করা হবে। তবে একটি উপজেলা থেকে সর্বনিম্ন দুইজন ছাত্র এবং সর্বনিম্ন দুইজন ছাত্রীকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করতে হবে। তারমানে বাংলাদেশের সকল বোর্ডের আওতাধীন সকল উপজেলা বা মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে মেধাবৃত্তি কোটা অনুযায়ী দিতে হবে।
বৃত্তির টাকা কিসের মাধ্যমে প্রদান করা হবে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কে বরাদ্দাকৃত বৃত্তির অর্থ টাকা G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে। এবং বাংলাদেশের অনলাইন সুবিধা সম্পন্ন তপশীলভুক্ত যে কোন ব্যাংকে হিসাব অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণীতে ভর্তির সাত দিনের মধ্য ব্যাংক হিসাব নম্বরসহ ও অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জমা প্রধান করতে হবে।